এস.এম দুর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও শুভযাত্রা করেছে কয়েক হাজার নেতাকর্মীরা।বৃহস্পতিবার(১৯ মার্চ) বিকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর দুপাশ প্রদক্ষিণ করে আনন্দ মিছিল ও শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়েছে।পরে মাওনা উড়াল সেতুর নিচে এক পথসভায় মিলিত হয় তারা।
এসময় উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে,দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে এ পথসভায় যোগদান করেন।
শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্হ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডাঃএস এম রফিকুল ইসলাম বাচ্চু।বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব,সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ,যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,মোক্তারুল করিম মোড়ল শামীম,এ্যাড.আবু জাফর সরকার,শ্রীপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড.আহসান কবির,উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,এমদাদ হোসেন মন্ডল,শাহজাহান মোড়ল,নজরুল ইসলাম সেলিম,শাহজাহান স্বজল,শাহাবুদ্দিন বিএসসি।
আনন্দ মিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন,তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু ইউসুফ,কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন প্রধান,শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,শ্রীপুর উপজেলা শিল্পাঞ্চল শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,শ্রীপুর পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ প্রমুখ।
উল্লেখ,গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোতালেবকে আহ্বায়ক,খাইরুল কবির মন্ডল আজাদকে সদস্য সচিব,মোছলেহ উদ্দিন মৃধা,মোক্তারুল করিম মোড়ল শামীম ও অ্যাডভোকেট আবু জাফর সরকারকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।অপরদিকে হুমায়ুন কবির সরকারকে আহবায়ক,বিল্লাল হোসেন বেপারীকে সদস্য সচিব ও অ্যাডভোকেট আহসান কবিরকে যুগ্ন আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট শ্রীপুর পৌর বিএনপি কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply