মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

নওগাঁয় দিনব্যাপী আম মেলা ও উদ্যোক্তা সম্মেলন

নাজমুল হক, নওগা
  • Update Time : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৮০ Time View

নাজমুল হক, নওগাঁ:

নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ বলেছেন- জীবনে বড় ও সফল হওয়ার জন্য পজেটিভিটির কোন বিকল্প নেই। জীবনে অন্তত ৫টা বছর ৯টা-৫টা ভুলে যেতে হবে।

নওগাঁয় রাজশাহী বিভাগীয় চতুর্থ আম মেলা ও উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুক্রবার দিনব্যাপী নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন রাজশাহীয় টিম এর আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে মেলার স্টলগুলো ঘরে দেখেন প্রধান অতিথি।

উদ্যোক্তাদের সম্ভবনা নিয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আমরা অনেক কিছু হতে চাই এবং করতে চাই। কিন্তু পারিনা। উদ্যোক্ত হওয়া যে সাহস তা আমরা অর্জন করতে পেরেছি। সেই সাহস আমরা করছি। গত সাড়ে ৭ বছর থেকে আমি কাজ করছি। মানুষ স্বপ্ন দেখে সাহস করে। সাহস তৈরি হয় প্রশিক্ষণ ও অভিজ্ঞতা থেকে। সমস্যা থেকে তৈরি সম্ভাবনা ও আইডিয়া তৈরি হয়। অনলাইন হাট তৈরি করেছি। আমরা এখন ঘরে বসে খাবার অর্ডার করতে পারছি। যেখান মাসে অন্তত কোটি টাকার সেল (বিক্রি) হয়।

আমের জন্য প্রসিদ্ধ নওগাঁর আম রপ্তানির বিষয়ে ইকবাল বাহার জাহিদ বলেন- আম রপ্তানি নিয়ে  সোর্সগুলো (তথ্য) ঠিক করছি। বিশেষ করে চায়নাতে আম রপ্তানির জন্য আমরা কথা বলছি। তবে রপ্তানির ক্ষেত্রে আমের গুনগত মান ঠিক রাখতে হবে। এবিষয়টি আমাদের নিজেদের করতে হবে।

সদর ‍উপজেলার দুইটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। একটিতে আম মেলা এবং অপরটিতে উদ্যোক্তা সম্মেলন। আম মেলায় রাজশাহী বিভাগের ৮টি জেলা থেকে উদ্যেক্তারা এসেছিলেন। যেখানে ৪০ টি স্টলে আমের পাশাপাশি উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত পন্য নিয়ে পসরা সাজিয়েছিলেন। বিশেষ করে আম্রপালি, হাড়িভাঙা, নাকফজলি ও ব্যানানা ম্যাংগোসহ বিভিন্ন পদের আম এবং আম থেকে জ্যাম-জেলি, আচার ও গুড়, বিভিন্ন মিষ্টান্ন, মধু, ঘি, ঢেঁকি ছাটা চাল ও চিড়া, লাচ্ছা, সন্দেশ। উদ্যোক্তা ও দর্শনার্থীদের আগমনে মেলা প্রাঙ্গন মুখরিত হয়ে উঠেছিল।

উদ্যোক্তা রায়হান হোসেন বলেন- মৌসুমে আম বিক্রির পাশাপাশি আম থেকে আচার ও গুড় তৈরি করা হয়। অনলাইন এবং অফলাইনে বিক্রি করা হয়। তবে মেলায় আসার উদ্যেশ হচ্ছে পণ্যের প্রচার ও প্রসার করা। ক্রেতাদের মাঝে বেশ ভাল সাড়া পাচ্ছি।

উল্লেখ্য- ‘চাকরি করবো না, চাকরি দিবো’ এই স্লোগান নিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি দেশের ৬৪ জেলার ১৬৪ জনকে উদ্যোক্তা নিয়ে যাত্রা শুরু হয়। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৫ লাখ। যেখানে নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি অনেকের কর্মসংস্থান হয়েছে।

উদ্যোক্তা সম্মেলনে নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামিম আক্তার মামুন, জেলা প্রেসক্লাবে সভাপতি রায়হান আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category