রূপান্তর সংবাদ ডেস্ক:
গলে বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে শ্রীলঙ্কাকে ২৯৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে চার উইকেট হারিয়ে ৭২ রান নেয় শ্রীলঙ্কা। শেষমেষ ৫ ওভার বাকি থাকতেই দুইদল ড্র মেনে নেয়।
এই টেস্টে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৯৫ রান করে বাংলাদেশ। জবাবে শ্রীলঙ্কাও সব উইকেট হারিয়ে ৪৮৫ রান করে। এতে মাত্র ১০ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৮৫ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। তখন শেষ দিনের ৩৭ ওভার খেলা বাকি। ব্যাটিংয়ে নেমে ৩২ ওভারে ৪ উইকেট ৭২ রান নেয় শ্রীলঙ্কা। তখন খেলা বাকি আরও পাঁচ ওভার। তবে দুই দলই ড্র মেনে নেয়ায় সেই পাঁচ ওভার খেলা মাঠে গড়ায়নি।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com