বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড প্রায় ১২ শ ঘর-বাড়ি উদ্দীপনা ও প্রত্যয়ের মধ্য দিয়ে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক ৪৭,৭১ ও ২৪শের বিপ্লব অর্থবহ করতে ইসলাম প্রতিষ্ঠার বিকল্প নাই: শ্রীপুরে দুর্নীতিমুক্ত-সন্ত্রাসমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত  ‎তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন শ্রীপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় ইউপি চেয়ারম্যান নিহত বদলগাছীতে সাংবাদিক আশরাফুল ইসলামের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুরে সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার নড়াইলে বাস টার্মিনালে অবৈধ টোল আদায় বন্ধে সেনাবাহিনীর হস্তক্ষেপ

গাজীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন ডা:রফিকুল ইসলাম বাচ্চু

এস এম দূর্জয়, গাজীপুর
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৭৫ Time View

এস.এম দুর্জয়, গাজীপুর:

গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ১২টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি’র কেন্দ্রয়ী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক ডা:এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

উল্লেখ,গত শনিবার (২১ জুন) সকাল ৮টার দিকে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার এক দিন পর, সোমবার(২৩ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বিএনপি’র কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।এ সময় তাঁর সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক,আহ্বায়ক কমিটির সদস্য জয়নাল আবেদীন রিজভী, ইসলাম উদ্দিন, শহীদ কাজী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম সিনহা,শরিফুল ইসলাম শরিফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন ডা.রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন,নিম্নমানের বৈদ্যুতিক তার ও অনিরাপদ ইলেকট্রিক সামগ্রীর ব্যবহারের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে।এসব বিষয়ে আমাদের সচেতন হওয়া দরকার।তিনি আরও বলেন,সংকীর্ণ রাস্তাঘাটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ঠিকমতো প্রবেশ করতে পারে না,ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

তাই সকলকে এ বিষয়টি মাথায় রেখে আরো সচেতন হতে হবে।স্বৈরাচার সরকারের আমলে স্থানীয় মেম্বার-চেয়ারম্যানরা জনগণের ভোট ছাড়াই নির্বাচিত হয়েছেন,যার ফলে তারা জনগণের সেবা না করে দুর্নীতিতেই ব্যস্ত থেকেছেন বলেও জানান তিনি।এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে দ্রুত পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category