এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
উল্টোপথে ত্রিশালগামী ট্রাক ও ঢাকাগামী যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেল কে সাইড দিতে গিয়ে ট্রাক বাস সংঘর্ষে অজ্ঞাতনামা একজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১১জন আহত হয়েছে। যার মধ্যে গুরুতর আহত ৮জন। ঘটনাটি ঘটেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের রাঙামটি নামকস্থানে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা পোনে সাতটার দিকে মহাসড়কে উপজেলার রাঙামটি নামকস্থানে ঢাকাগামী যাত্রীবাহী ইসলাম পরিবহণের একটি বাস ও উল্টোপথে আসা ত্রিশালগামী একটি ট্রাক ঢাকাগামী একটি মোটরসাইকেল কে সাইড দিতে গেলে বাস-ট্রাক সংঘর্ষ হয়। এসময় গাড়ীতে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও অন্তত ১১জন আহত হয়েছে। তাদের মধ্যে ৮জনের অবস্থা আশংকাজনক।
গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ্যাম্বেুলেন্সের চালক না থাকায় হাসপাতালের মেঝেতে আশংকাজনক রোগীদের পড়ে থাকতে দেখা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও ফোনে পাওয়া যায়নি। এক ঘন্টার অধিক সময় পর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী এ্যাম্বেুলেন্সের ব্যবস্থা করে দিলে গুরুতর আহতদের মমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার ফজলুল হক জানান, আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply