এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃত্ততা বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের ত্রিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার রামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কর্তৃক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃত্ততা বৃদ্ধির আহবান জানিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মনোনয়ন প্রত্যাশী, ত্রিশাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জয়নাল আবদীন।
আগামীর ত্রিশাল ন্যায় ইনসাফপূর্ণ ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতার আহবান জানিয়ে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহিদ আমীন, সাখুয়া ইউনয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোলাম ফারুক স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জুলফিকার হায়দার ভুট্রো প্রমূখ।
Leave a Reply