এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের নিজাম উদ্দিনের ছোট ছেলে নূর মোহাম্মদ এর হত্যাকারীদের ফাঁশির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০শে জুন সোমবার সকাল ১১টায় এলাকাবাসীর উদ্যোগে বালিপাড়া ছোটপুল বাজারে মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে ত্রিশাল-বালিপাড়া সড়ক ঘন্টাখানেক অবরুদ্ধ করে রাখেন। যার ফলে সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে যানচলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন স্লোগানে বলেন, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে। নূর মোহাম্মদ খুবই ভালো শান্ত স্বভাবের ছেলে ছিলো। কেন তাকে হত্যা করা হলো? নূর মোহাম্মদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে । এবং বালিপাড়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। আজ আমরা নূর মোহাম্মদকে হারিয়েছি কাল আমাদের কেউ যে হত্যার শিকার হতে পারে। আমরা আর কোনো নূর মোহাম্মদকে হারাতে চাই না। এ বালিপাড়া ইউনিয়নে ছিনতাইসহ নানা অপরাধ হচ্ছে । অথচ প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
এসময় বিক্ষোভ সমাবেশে নূর মোহাম্মদের বড় ভাই খলিল উদ্দিন, বলেন, আমার ভাই নূর মোহাম্মদ স্থানীয় একটি ইট ভাটার শ্রমিক ছিলো। তার উপার্জনের অর্থ দিয়ে চলতো আমার বৃদ্ধ বাবার সংসার ও চিকিৎসা। আমার ভাইকে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁশি চাই। সরকারের কাছে আমাদের একটাই দাবী আমরা যেন ভাই হত্যার সুস্থ বিচার পাই।
নূর মোহাম্মদের বড় বোন শিউলী আক্তার বলেন, আমার ভাই কে যারা হত্যা করেছে আমি তাদের ফাঁশি চাই, আমি আমার ভাই হত্যার সুস্থ বিচার চাই।
এসময় নূর মোহাম্মদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর নাহিদ ইসলাম বলেন, ইতিমধ্যে আমরা দুইজন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং খুব দ্রুতই বাকি আসামিদের গ্রেফতার করতে সক্ষম হবো। সেই সাথে আপনাকে আশ্বস্ত করে বলতে পারি,বালিপাড়া ইউনিয়নে মাদকের বিরুদ্ধে নিয়মিত আমাদের অভিযান পরিচালনা হবে।
Leave a Reply