এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে বুধবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকান্ডে ছয়টি পরিবারের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এঘটনায় ওই পরিবারগুলোর বসতবাড়ী, আসবাপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, নওপাড়া গ্রামের আব্দুস ছালামের ছেলে ইব্রাহিম খলিল, হারুনর রশীদ, রনি, মোহাইমিন, মৃত হাকিম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা ও মৃত আক্কাস আলীর স্ত্রী আকিমুননেছা।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী। এসময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহয়তার আশ্বাস দেন। তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ডিডিএম কর্তৃক বরাদ্দকৃত শুকনা খাবার প্যাকেট তুলে দেন তিনি। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ উপস্থিত ছিলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকীউল বারী জানান, ক্ষতিগ্রস্থ ছয়টি পরিবারের গুলোর ঘর পুনঃনির্মাণের জন্য আগামীকাল (বৃহস্পতিবার) ঢেউটিন ও নগদ টাকা প্রদান করা হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com