প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৯:২৬ পি.এম
গাইবান্ধায় জাসাসের কর্মীসভা অনুষ্ঠিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধা পৌরসভার ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয়তাবাদী চেতনা বিস্তারের লক্ষ্যে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় ।
কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস সদর থানার সাধারণ সম্পাদক মোস্তাছির বিল্লাহ (রিয়াদ)।
সভায় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হানিফ বেলাল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, ফরহাদ আলম ডাবলু, জেলা ফুটবল খেলোয়াড় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (লুলু), জাসাস পৌর শাখার সদস্য সচিব মুজাহিদুল ইসলাম মিথান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস সদর থানার সাংগঠনিক সম্পাদক হায়দার আলী ফারাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান (হালিম), সিনিয়র সহ-সভাপতি সাগর রহমান, সহ-সভাপতি মিলন মিয়া, সদস্য ইমন মন্ডল এবং যুগ্ম সাধারণ সম্পাদক রোমান মিয়া।
সভায় বক্তারা বলেন, "সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী মূল্যবোধ ছড়িয়ে দিতে হবে। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দলের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।" কর্মীসভায় সভাপতিত্ব করেন জাসাস পৌর কমিটির আহ্বায়ক মাহমুদ হাসান (রিয়াদ)। সঞ্চালনা করেন জাসাস সদর থানার সভাপতি দেওয়ান মানিক। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সুশৃঙ্খল, যেখানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অনুষ্ঠান আয়োজন করে জাসাস, পৌর শাখা (৮নং ওয়ার্ড), গাইবান্ধা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.