রূপান্তর সংবাদ ডেস্ক:
রাতের ভোটে অংশ নিয়ে সরকারি কর্মকর্তা ও পুলিশ বাহিনী তার সুনাম নষ্ট করে ফেলেছে। এবার সময় সে সুনাম ফিরিয়ে আনার। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন কমিশন ভবনে আয়োজিত ফল উৎসবে অংশ নিয়ে একথা বলেন।
সিইসি বলেন, ৯১, ৯৬ ও ২০০৮ সালে সুষ্ঠ ভোটের প্রমাণ রেখেছে সরকার। এবারও তেমনই কিছু করার সুযোগ রয়েছে। সরকারি কর্মকর্তাদের জন্য রাতের ভোটের তকমা লজ্জাজনক বলেও উল্লেখ করেন তিনি। বর্তমান প্রেক্ষাপটে ভোট নাগরিক অধিকার নয়, এটি জনগণের দায়িত্ব বলেও উল্লেখ করেন সিইসি।
এরআগে, সকালে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিৎ সিংয়ের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, যে সকল বিদেশি পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠ বলে বৈধতা দিয়েছেন, তাদের আগামী নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না। তিনি বলেন, ভোটের দিন এখনও নির্ধারণ হয়নি। যেদিন নির্ধারণ হবে, সময়সীমা ধরে তার দুই মাস আগে সবাইকে জানিয়ে দেয়া হবে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com