ফাইল ছবি
রূপান্তর সংবাদ ডেস্ক:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে আজ এক ব্যতিক্রমী দৃশ্যের অবতারণা ঘটে। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে আশপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের পাশে এসে দাঁড়ায়। এ সময় হাত মেলানোর জন্য তারা এগিয়ে এলে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হাটবোয়ালিয়া বাজারে এই দৃশ্যের অবতারণা ঘটে।
শিক্ষার্থীদের উদ্দেশে সারজিস আলম বলেন, তোমাদের এখন স্কুলে থাকার কথা, ক্লাস ফেলে এখানে চলে আসা একদম ঠিক হয়নি। পড়াশোনা বাদ দিয়ে আমাদের দেখতে আসা তোমাদের কাজ না। তবে পরক্ষণেই তার কণ্ঠে নরম সুর ফুটে ওঠে। তিনি বলেন, তোমাদের এই ভালোবাসা দেখে হৃদয় কেঁপে উঠেছে। আমরা যেন এই ভালোবাসার প্রতিদান দিতে পারি।
এনসিপির উত্তরাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, জীবন দেওয়া যদি লাগে, দিতে চাই। তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আমাদের চেয়েও বড় হও, গর্বের মতো কিছু করে দেখাও। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply