ফাইল ছবি
রূপান্তর সংবাদ ডেস্ক:
রাজস্থানের চুরুতে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমানটি – একটি জাগুয়ার যুদ্ধবিমান – যেটি রতনগড় জেলার ভানুদা গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসাবশেষ এখনো আগুনে জ্বলছে বলে জানা গেছে। বিমানটি কোনো অভিযানের সময়, নাকি প্রশিক্ষণ চলাকালীন বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি।
রাজস্থানে বিমান বাহিনীর বেশ কয়েকটি ঘাঁটি রয়েছে, যার মধ্যে একটি যোধপুরে এবং আরেকটি বিকানেরে। এর আগে গেল এপ্রিল মাসে গুজরাটের জামনগরের কাছে বিমান বাহিনীর একটি জাগুয়ার যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।
Leave a Reply