বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছধরার নৌকা ও ট্রলারসমূহকে দ্রুত নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে বৃহস্পতিবার দুপুর থেকে অবিরাম গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন ছিল।
এদিকে ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর আঘাত আনার খবরে প্রস্তুতি সভা করেছে বাগেরহাট জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. খালিদ হোসেনের সভাপতিত্বে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মাদ মাসুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply