রূপান্তর সংবাদ ডেস্ক:
তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গিয়েছে বাংলাদেশ। যেখানে ইতোমধ্যে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টিতে মাঠে নামবে লিটন বাহিনী। বৃহস্পতিবার (১০ জুলাই) প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। শ্রীলঙ্কার পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
এই ম্যাচের আগে আলোচনায় টাইগারদের একাদশ। কারণ, সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াড থেকে বেশ কয়েকটি পরিবর্তন এসেছে। পাকিস্তানের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ না থাকলেও লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবেন এই দুই পেসার। শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চিতভাবেই ওপেনিংয়ে দেখা যাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। ওয়ানডেতে দল ব্যর্থ হলেও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তারা। তিনে দেখা যাবে টাইগার দলপতি লিটন কুমার দাসকে।
চারে তাওহীদ হৃদয় অটোচয়েজ। পাঁচে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে। পাকিস্তানের বিপক্ষে তেমন কিছু করতে না পারলেও পাল্লেকেলেতে তার ৪ওভার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সঙ্গে ব্যাটিং তো আছেই। ছয়ে জাকির আলী ও সাতে দেখা যেতে পারে অলরাউন্ডার সাইফউদ্দিনকে।
দীর্ঘ দিন পর আবারও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ক্রিকেটার। এর আগে গত বছর জিম্বাবুয়ে সিরিজে ভালো করে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছিলেন না তিনি। তবে এবার নিজেকে প্রমাণ করতে চান এই টাইগার অলরাউন্ডার। আট নম্বরে রয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। আর পেস ইউনেটকে নেতৃত্ব দিবেন অভিজ্ঞ তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকবেন মোস্তাফিজুর রহমান ও তরুণ তানজিম হাসান সাকিব।
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com