প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৫, ১:৫৪ পি.এম
ইনক্লুসিভ নির্বাচনের নামে আ. লীগকে স্পেস দিতে ষড়যন্ত্র চলছে: গোলাম পরওয়ার
রূপান্তর সঙবাদ ডেস্ক:
জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি ।গোলাম পরওয়ার বলেন, আওয়ামী দুঃশাসন ও ব্যক্তি হাসিনা বিদায় নিলেও আত্মতৃপ্তির সুযোগ নেই। প্রশাসনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে ফ্যাসিবাদের দোসররা বসে আছে।
তিনি বলেন, মানবিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন প্রক্রিয়ার দিকে যখনই এগিয়ে যেতে চাচ্ছি, তখনই একটি অপশক্তি পদে পদে বাধা দিচ্ছে। আবারও পিছিয়ে যাচ্ছি। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অভিযোগ করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হচ্ছে। নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। তা এখন দৃশ্যমান।
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। জাতীয় ঐক্যের ইস্যুতে সবাইকে এক থাকতে হবে।পরওয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমন ইস্যুতে এক থাকতে হবে। বিভেদ তৈরি করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক হবে, যুক্তি হবে; কিন্তু বিভেদ নয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.