বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ, পাশের হার ৬৮.৪৫ শতাংশ

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫০ Time View

ফাইল ছবি।

রূপান্তর সংবাদ ডেস্ক:

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবারে পাশের হার ৬৮ দশমিক চার পাঁচ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর দুইটার দিকে ফলাফল প্রকাশ করা হয়। এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৯ লাখ চার হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন পাশ করেছেন। ছাত্রদের চেয়ে ছাত্রীরা ৩ দশমিক ৭৯ শতাংশ বেশি পাশ করেছে। এ বছর জিপিএ- ৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। এতে এগিয়ে মেয়েরা। ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।

আন্ত: শিক্ষাবোর্ড সমন্বয় কমিটি জানায়, ফুলিয়ে ফাপিয়ে নয়, প্রাপ্য ফলাফল পেয়েছে শিক্ষার্থীরা। তাই পাশের হার ও জিপিএ ফাইভ কমেছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। বরিশাল বিভাগে সবচেয়ে কম ৫৬.৩৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে। এছাড়া ঢাকা বোর্ডে ৬৭.৫১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৬৩.৬০ শতাংশ, যশোরে ৭৩.৬৯ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ পরিক্ষার্থী পাশ করেছে।

এদিকে মাদরাসা শিক্ষা বোর্ডে পাশের হার ৬৮.০৯ শতাংশ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৩.৬৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। অন্যদিকে, ১৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনও পরীক্ষার্থী পাশ করেনি। ৯৮৪ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ছিল ৮৩ দশমিক শূন্য চার শতাংশ। সেই হিসেবে এবছর পাশের হার কমেছে ১৪ দশমিক পাঁচ নয় শতাংশ। এছাড়া, গতবছরের তুলনায় এবছর জিপিএ- ৫ এর সংখ্যা কমেছে। ২০২৪ সালের চেয়ে এবছর ৪৩ হাজার ৯৭জন পরীক্ষার্থী জিপিএ-৫ কম পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category