স্টাফ রিপোটার:
গোপালগঞ্জে ইসলামী যুব আন্দোলনের জেলা মিটিং অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা কার্যালয়ে ইসলামী যুব আন্দোলনের জেলা মিটিং সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইসলামী যুব আন্দোলনের গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মোঃ নাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত মিটিংয়ে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
মিটিংয়ে আসন্ন কর্মসূচিসমূহের পরিকল্পনা, সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালীকরণ, সদস্যসংখ্যা বৃদ্ধি, যুব সমাজের নৈতিক ও চরিত্রিক উৎকর্ষ সাধনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সংগঠনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতি মাওলানা মিজানুর রহমান সিরাজীবলেন,
“ঝড়-বৃষ্টি কিংবা অন্য কোনো প্রতিকূলতা ইসলামী যুব আন্দোলনের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারবে না। দ্বীনের কাজ করতে হলে ত্যাগ-তিতিক্ষা এটা হলো স্বাভাবিক বিষয়।
সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ হাসান বলেন, “যুবসমাজকে আদর্শবান ও নেতৃত্বদানের উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
মিটিং শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য বিশেষ মুনাজাত করা হয়।
Leave a Reply