ছবি: ফেসবুক
রূপান্তর সংবাদ ডেস্ক:
ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট নিয়েছেন আয়াল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ডাবলিনে বৃহস্পতিবার (১০ জুলাই) ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। মানস্টের রেডসের দেয়া ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ারিয়র্স এক পর্যায়ে ছিল ৮৭ রানে ৫ উইকেট। তবে এরপর মাত্র এক রানেই বাকি ৫ উইকেট হারায় তারা।
প্রথম ১০ বলে ক্যাম্ফার খরচ করেন ১৬ রান। এরপর কোনো রান না দিয়েই ৫ উইকেট তুলে নেন। ইনিংসের ১২তম ওভারের পঞ্চম বলে জ্যারেড উইলসনকে বোল্ড করে শিকার ধরা শুরু করেন তিনি। পরের বলে গ্রাহাম হিউমকে এলবিডব্লিউ করে দেন। ফিরতি ওভারের প্রথম বলে অ্যান্ডি ম্যাকব্রাইনকে ডিপ মিডউইকেটে ক্যাচ বানিয়ে হ্যাটট্রিক পূরণ করেন। এখানেই থামেননি কার্টিস ক্যাম্ফার। ১০ নম্বর ব্যাটসম্যান রবি মিলার অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন। ওভারের তৃতীয় বলে ১১ নম্বর ব্যাটসম্যান জশ উইলসনকে বোল্ড করে পাঁচ বলে পাঁচ শিকার ধরেন কার্টিস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নেয়ার কীর্তি আছে ক্যাম্ফারের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে কীর্তিটি গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আরও পাঁচজন বোলার। তারা হলেন—রশিদ খান, লাসিথ মালিঙ্গা, জেসন হোল্ডার, ওয়াসিম ইয়াকুব এবং হারনান ফেনেল। নারীদের ক্রিকেটেও ৫ বলে ৫ উইকেট নেয়ার রেকর্ড আছে। ২০২৪ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন জিম্বাবুয়ে অলরাউন্ডার কেলিস এনধলোভুর।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com