এস.এম দুর্জয়,গাজীপুর
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার( ৩০ নভেম্বর)সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন,গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও শ্রীপুর পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো:কামরুজ্জামান মন্ডল।শ্রীপুর পৌর জাতীয় পার্টির সভাপতি চিশতি আলমগীর,পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহাবুব আলম,পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লাসহ জেলা ও উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply