বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম :
টুঙ্গিপাড়ায় ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত পেকুয়া শহীদ ওয়াসিমের স্মরণে স্মৃতি ফলক উন্মোচন ও বৃক্ষ রোপণ  জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন  ত্রিশালে জুলাই গণঅভ্যুত্থান দিবসে খেলা ও পুরস্কার বিতরণ জুলাই শহিদ পরিবার,আহত ও সম্মুখ সারির যোদ্ধাদের নিয়ে সম্মেলন ও দোয়া মাহফিল শ্রীপুরে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‍্যালীতে জনতার ঢল  ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে চিঠি ইসরায়েলি অবসরপ্রাপ্ত ৬শ’ কর্মকর্তার গণঅভ্যুত্থান দিবসে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ জুলাই ঘোষণাপত্র: তাহেরের নেতৃত্বে অংশ নেবে জামায়াতের প্রতিনিধিদল

‘ব্রাজিল কারও শাসন মানে না’, ট্রাম্পকে পাল্টা হুমকি লুলার

রূপান্তর সংবাদ ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৩ Time View

রূপান্তর সংবাদ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিলসহ একাধিক দেশের পণ্যের ওপর ৫০ শতাংশ আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। পাল্টা জবাবে কড়া অবস্থান নিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ট্রাম্পের একতরফা বাণিজ্য নীতির কড়া সমালোচনা করে তিনি বলেছেন, ‘সে যদি আমাদের ওপর ৫০ শতাংশ শুল্ক বসায়, আমরা তার ওপরও ৫০ শতাংশ বসাব।’ খবর দ্য গার্ডিয়ানসিএনবিসি নিউজ

ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম ‘রেকর্ড’-কে দেয়া এক সাক্ষাৎকারে লুলা স্পষ্ট জানান, ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলবে এবং প্রয়োজনে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-তে অভিযোগ জানাবে।

ব্রাজিলের সদ্য গৃহীত ‘অর্থনৈতিক পারস্পরিকতা আইন’-এর আওতায় দেশটি যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের সমান জবাব দিতে প্রস্তুত। আইনটি কংগ্রেসে সম্প্রতি পাস হয়, যাতে বলা হয়েছে-যেকোনো বৈদেশিক শুল্কের জবাবে ব্রাজিল সমপর্যায়ের পাল্টা ব্যবস্থা নিতে পারবে। বুধবার (৯ জুলাই) এক বিবৃতিতে প্রেসিডেন্ট লুলা বলেন, ‘ব্রাজিল একটি স্বাধীন রাষ্ট্র। আমাদের বিচারব্যবস্থা ও নীতিনির্ধারণে বাইরের হস্তক্ষেপ বরদাশত করা হবে না। আমরা শুল্কযুদ্ধ চাই না, তবে জাতীয় স্বার্থে প্রয়োজনীয় জবাব দিতে আমরা প্রস্তুত।’

যুক্তরাষ্ট্রের নতুন এই শুল্কনীতি কার্যকর হবে ১ আগস্ট থেকে। এর আগে ব্রাজিলীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে ১০ শতাংশ শুল্ক ছিল, যা এবার পাঁচগুণ বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করা হচ্ছে। চিঠিতে ট্রাম্প হুঁশিয়ার করে বলেন, ‘আপনারা যদি শুল্ক বাড়ান, তাহলে আমরা সেটার ওপরও বাড়তি শুল্ক বসাব। আপনি যত শতাংশ বাড়াবেন, তা ৫০ শতাংশের সঙ্গে যোগ করে আরোপ করা হবে।’ তিনি আরও বলেন, ‘ব্রাজিলের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, এই শুল্ক আরোপ আংশিকভাবে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারপ্রক্রিয়ার প্রতিক্রিয়ায় নেয়া হয়েছে। বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনীতিক হিসেবে পরিচিত। ট্রাম্প বলসোনারোর বিচারকে আখ্যা দেন ‘উইচ হান্ট’ এবং ‘আন্তর্জাতিক লজ্জা’ হিসেবে। চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, ব্রাজিল ‘আমেরিকান প্রযুক্তি কোম্পানিগুলোর ডিজিটাল কার্যক্রমে হস্তক্ষেপ করছে।’ ব্রাজিলের সুপ্রিম কোর্ট সম্প্রতি এমন একটি রায় দেয় যাতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো ব্যবহারকারীর কনটেন্টের জন্য দায়ী থাকবে।

ট্রাম্পের ঘোষণার পরপরই ব্রাজিলের মুদ্রা ‘রিয়াল’ আন্তর্জাতিক বাজারে ২ শতাংশ দর হারায়। পরিস্থিতি মোকাবিলায় বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে লুলা মন্ত্রিসভার সঙ্গে জরুরি বৈঠকে বসেন। প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জানায়, সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে একটি বিশেষ স্টাডি গ্রুপ গঠন করা হয়েছে। ব্রাজিল ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, মোলডোভা ও ব্রুনেইসহ আরও ২১টি দেশের সরকারপ্রধানের কাছে ট্রাম্প চিঠি পাঠিয়েছেন। এসব দেশের জন্য নতুন শুল্ক হার ২০ শতাংশ থেকে ৪০ শতাংশের মধ্যে ধার্য করা হয়েছে, যা একইভাবে ১ আগস্ট থেকে কার্যকর হবে।

সব চিঠিতেই উল্লেখ করা হয়েছে, ‘আপনারা যদি যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক বাড়ান, আমরা তার সমপরিমাণে পাল্টা শুল্ক আরোপ করব।’ ট্রাম্পের চিঠির জবাবে লুলা দা সিলভা বলেন, ‘ব্রাজিল কাউকে ভয় পায় না। আমাদের সিদ্ধান্ত আমরা নিই, বাইরের কেউ নয়।’ তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকৃত বাণিজ্য উদ্বৃত্তের পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্পের ঘাটতির দাবি ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category