প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ৯:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৯:৫৪ পি.এম
ফাইনাল ম্যাচে টাইব্রেকারে গাইবান্ধাকে হারিয়ে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২৫ এর চূড়ান্ত খেলায় উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে গাইবান্ধা পৌরসভা দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা ফুটবল দল। শুক্রবার (১১ জুলাই) বিকেলে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটি ছিল টানটান উত্তেজনায় পরিপূর্ণ। নির্ধারিত সময় শেষে উভয় দল ২-২ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে গোবিন্দগঞ্জ ৪-৩ গোলে জয় লাভ করে।
এই ফাইনাল ম্যাচ উপভোগ করতে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ৪০ হাজার দর্শক—যা সাম্প্রতিক সময়ে জেলার ক্রীড়াঙ্গনে স্মরণকালের সর্বোচ্চ দর্শকসংখ্যা হিসেবে বিবেচিত।
জেলার ৭টি উপজেলা এবং গাইবান্ধা পৌরসভাসহ মোট ৮টি দল এ টুর্ণামেন্টে অংশ নেয়। প্রতিটি দলেই ছিল ঢাকা প্রিমিয়ার লীগ এবং বিদেশী খেলোয়াড়দের উপস্থিতি, যার ফলে প্রতিটি খেলাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এছাড়াও বিশেষ পারফরমেন্সের জন্য দেয়া হয় ব্যক্তিগত পুরস্কার:
ম্যান অফ দ্যা ফাইনাল: গোবিন্দগঞ্জের গোলরক্ষক আল মামুন, যিনি দুর্দান্ত সেভের মাধ্যমে দলকে জয়ের পথে এগিয়ে নেন।
সর্বোচ্চ গোলদাতা: জাতীয় দলের সাবেক ফুটবলার ও গোবিন্দগঞ্জ দলের খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবন, যিনি পুরো টুর্ণামেন্টে ১১টি গোল করেন।
টুর্ণামেন্ট সেরা খেলোয়াড়: গাইবান্ধা পৌরসভার প্রতিভাবান ফুটবলার অস্থির সজিব।
এই টুর্ণামেন্ট জেলা ক্রীড়াঙ্গনে ফুটবলের প্রতি ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকগণ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.