ফাইল ছবি
রূপান্তর সংবাদ ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী এবং ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। আগামীকাল সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় শুরু হবে এ কর্মসূচি। রোববার (১৪ জুলাই) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলচ্চিত্র প্রদর্শনী এবং ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্ট অনুষ্ঠিত হবে। এছাড়া, রাত ১০টায় ড্রোন শো প্রদর্শিত হবে বলেও জানানো হয়েছে সরকারি তথ্যবিবরণীতে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com