বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

গাইবান্ধায় একই পরিবারের চার সদস্যের ইসলাম ধর্ম গ্রহণ, এফিডেভিটে নিশ্চিত

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৯৬ Time View
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধা জেলার সাঘাটা থানার শ্যামপুর গ্রামের আব্দুল্লাহ (পূর্ব নাম শ্রী বিনয় রাজভর) ও তার পরিবারের সদস্যরা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, গাইবান্ধা’র মোকাম নম্বর গম ১৮৮০১৪৫ অনুযায়ী এ বিষয়ে একটি এফিডেভিট দাখিল করা হয়েছে।
এফিডেভিটে আব্দুল্লাহ উল্লেখ করেন, তার পিতা মৃত বন্ধুরাম ও মাতা মৃত মিনতি বালার সন্তান হিসেবে তিনি পূর্বে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। তবে বিগত ৬ মার্চ ২০২২ ইং তারিখে তিনি, তার স্ত্রী এবং দুই কন্যাসহ স্বতঃপ্রণোদিতভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ধর্মান্তর প্রক্রিয়াটি সম্পন্ন হয় বোনারপাড়া কাঁচা বাজার জামে মসজিদে, শাইখ মাওলানা আব্দুর রাজ্জাকের সহায়তায় কালেমা শাহাদত পাঠের মাধ্যমে।
আব্দুল্লাহর স্ত্রী আমিনা খাতুন (পূর্ব নাম কুমার রত্না রানী), পিতা-শ্রী ফুলচান, মাতাঃ রিনা, গ্রামঃ পেড়ির হাট, গাবতলি উপজেলার বাসিন্দা। তিনি স্বামীর সঙ্গে একই দিনে ইসলাম ধর্মে দীক্ষিত হন। তাদের দুই কন্যা সন্তান এক জন কুমারী শ্রাবন্তী রানী, যার ইসলামি নাম এখন মোছাঃ হাবিবা আক্তার (জন্মঃ ১৯ আগস্ট ২০১৪, বয়সঃ প্রায় ১১ বছর) অপরজন বর্ষা রানী, যার ইসলামি নাম মোছাঃ হুমাইরা আক্তার জান্নাতি (জন্মঃ ৭ আগস্ট ২০১৮, বয়সঃ প্রায় ৭ বছর)
উল্লেখ্য, কন্যা দুইজনই নাবালিকা হওয়ায়, তাদের ধর্মান্তরের বিষয়টিও এফিডেভিটে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ জানান, তারা স্বতঃস্ফূর্তভাবে ও সম্পূর্ণ বিশ্বাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং বর্তমানে ইসলামি রীতিনীতি অনুসরণ করে জীবন যাপন করছেন।
এ বিষয়ে স্থানীয় কোনো বিরোধ বা সামাজিক প্রতিবন্ধকতার কথা উল্লেখ করা হয়নি। তবে ধর্মান্তরিত পরিবারটি চায় তাদের সিদ্ধান্তকে সম্মান জানানো হোক এবং সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ দেওয়া হোক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category