এস.এম দুর্জয়, গাজীপুর:
সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু’র নেতৃত্বে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (২০ জুলাই)বেলা ১১ টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন,শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী,শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা,শ্রীপুর পৌর বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী,উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য,বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক,শাজাহান মোড়ল,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান,শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক সদস্য শাজাহান সজল,উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এনামুল হক মনি,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রমজান,শ্রীপুর পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান,শ্রীপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব রানা আহমেদ আকন্দ,
শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এরশাদ সরকার,গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য শেখ রাশেদুল হাসান মমিন,পৌর শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন আহমেদ,পৌর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,তেলিহাটি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আতিক বন্ধকশী,পৌর শ্রমিক দল নেতা মজনু ফকির,উপজেলা বিদ্যুৎ ইউনিট শ্রমিক দলের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক রুবেল মন্ডলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেছে।
Leave a Reply