রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরে একটি একনলা ১২ বোরের বন্দুক ও ১০ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি অবৈধ অস্ত্র, ভুয়া অস্ত্রের লাইসেন্স ও জাল কাগজপত্রও জব্দ করা হয়।
রোববার দুপুরে যমুনা ব্যাংকের গানম্যান রেজাকুল ইসলাম এর দেওয়া তথ্য মতে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও পীরগাছা থানা পুলিশের যৌথ অভিযানে রংপুর নগরীর টার্মিনালের বদরগঞ্জ রোডে যমুনা ব্যাংক শাখা থেকে অবৈধ অস্ত্র ও ভুয়া কাগজপত্র উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,রংপুর নগরীর শংকরপুর এলাকার নছিম উদ্দিন মাস্টারের ছেলে রেজাকুল ইসলাম তুহিন (৪৫)।
এ ঘটনার বিষয় নিশ্চিত করে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন,ভুয়া কাগজপত্র সহ অস্ত্র কিনেছে রেজাউল ইসলাম। এ কারণেই কোন কাগজপত্র দেখাতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করি। তিন দিনের রিমান্ড শেষে টার্মিনাল যমুনা ব্যাংক শাখা থেকে অবৈধ অস্ত্র ও ভুয়া কাগজপত্র জব্দ করা হয়। এর সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, গত১৬ জুলাই) রংপুর নগরীর টার্মিনাল বদরগঞ্জ রোড যমুনা ব্যাংকের নিচ থেকে রেজাকুল ইসলাম ও আল আমিন কে গ্রেফতার করা হয়। চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া লাইসেন্স ও জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে অস্ত্র সরবরাহ করে আসছিল।
পুলিশ জানায়, গত ৯ জুলাই যমুনা ব্যাংকের পীরগাছা শাখায় অস্ত্র ও গোলাবারুদ যাচাইয়ের সময় বেসরকারি নিরাপত্তা প্রহরী আল-আমিনের কাছে থাকা অস্ত্রের লাইসেন্সে ত্রুটি ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে এসআই সফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে অভিযান চালিয়ে তার হেফাজত থেকে একটি একনলা ১২ বোরের বন্দুক, ৫ রাউন্ড গুলি এবং একটি ভূয়া লাইসেন্স জব্দ করা হয়। পরবর্তীতে লাইসেন্সের সত্যতা যাচাই করতে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়। তিনি যাচাই করে লিখিতভাবে জানান, লাইসেন্সটি তাদের কার্যালয় থেকে ইস্যু বা নবায়ন করা হয়নি।
এ প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মিঠাপুকুর থানা এলাকা থেকে আল-আমিনকে গ্রেপ্তার করে পীরগাছা থানা পুলিশ। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে ওই লাইসেন্স সরবরাহকারী চক্রের মূল হোতা রেজাকুল ইসলাম তুহিনকে রংপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে ৪৯টি ভূয়া অস্ত্রের লাইসেন্স ও কাগজপত্রসহ গ্রেপ্তার করা হয়।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com