এমনি করেই
-- শামছুল হক শামীম
গড্ডালিকা প্রবাহে ভাসিয়ে দিতে
পারিনি নিজেকে,
ছেড়ে যেতেও পারিনি তোমাকে,
কে রাখে কার খবর?
হতে পারতে আমার জীবনের অনুচর!
চন্দ্র সূর্য নিয়ম করেই ওঠে,
জোয়ারভাটা নিত্য দিন ঘটে-
আমার তালেগোলে যাচ্ছে সময়,
দিনে দিনে তুমি হয়েছো নির্দয়।
ঝিঁঝি উড়ে, অশ্রু ঝরে, মেঘ ডাকে--
কতো কিছু রেখে এলাম জীবনের বাঁকে।
কই তুমি তো রাখোনি খোঁজ,
ব্যথায় বিষাদে মন কাঁদে রোজ।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com