গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দলীয় কর্মসূচি ঘিরে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালায়। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ নাহিদ হাসান।
গণগ্রেফতার বন্ধের আহ্বান:
হাফেজ নাহিদ হাসান এক বিবৃতিতে বলেন প্রশাসনের প্রতি অনুরোধ, “গোপালগঞ্জে সাধারণ নিরীহ মানুষকে নির্বিচারে গ্রেফতার করা হচ্ছে। এভাবে গণগ্রেফতার চালিয়ে পরিস্থিতি আরও জটিল করা হবে না—এটাই আমরা আশা করি। অন্যথায় এর সমস্ত দায়ভার সরকারকেই নিতে হবে।”
তিনি দাবি করেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ শান্তিপ্রিয়। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেক মানুষ হয়রানি ও গ্রেফতারের শিকার হচ্ছেন, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। দ্রুত গণগ্রেফতার বন্ধ করে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
শান্তিপূর্ণ সমাধানের আহ্বান:
হাফেজ নাহিদ হাসান প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা শান্তি চাই, অশান্তি নয়। ন্যায়বিচার ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান দায়িত্ব।”
Leave a Reply