প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ১২:৫৭ এ.এম
কোটালীপাড়ায় মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কোটালীপাড়াযয় ৩ ডিসেম্বর মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলায় মুক্তিযোদ্ধা সংসদ ভবন চত্বরে মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সভাপতি হাজী মোঃ কামাল হোসেন শেখ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা প্রজন্ম পাঠাগারের সাধারণ সম্পাদক পলাশ সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা তৈয়াবুর রহমান সরদার, মোদাচ্ছের হোসেন ঠাকুর, জাবেদ আলী শেখ, সুধা রঞ্জন রায়, আবুল কালাম আজাদ, আঃ মান্নান শেখ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পাঠাগারের সহ- সভাপতি রফিকুল ইসলাম তালুকদার সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গোপালগঞ্জের কোটালীপাড়া ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল। সেদিন বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। অনেক দুঃখ বেদনার পরও সেদিন এলাকার মানুষের মধ্যে ছিল আনন্দের জোয়ার। কেননা সে দিন কোটালীপাড়ার মানুষ মুক্তির স্বাদ পেয়ে দলে দলে রাস্তায় নেমে পড়ে। কোটালীপাড়া হয় হানাদার মুক্ত।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.