
এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া ( কক্সবাজার):
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে নিয়ে এনসিপি নেতা নাছির উদ্দিন পাটোয়ারীর কটুক্তি করার প্রতিবাদে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করা হয়। শনিবার বিকাল ৪ টার দিকে পেকুয়া উপজেলা চৌমুহনী বিএনপির প্রধান কার্যালয় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে পেকুয়া উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পেকুয়া ইউনিয়ন পরিষদ মাঠে সমাবেশে বেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, উপজেলা বিএনপির পশ্চিমজোনের সভাপতি এম. শাহনেওয়াজ আজাদ, সেক্রেটারি আবদুল মোনাফ, মো যুবদলের সেক্রেটারি আসিফ খালেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, সেক্রেটারি মনছুর আলম ইউনুছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি ওসমান গণি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদী, শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাইমুর রহমান হৃদয়, পশ্চিম জোনের সভাপতি মোহাম্মদ সোহেল প্রমুখ।
সমাবেশে চেয়ারম্যান ও বিএনপির উপজেলা সভাপতি এম. বাহাদুর শাহ বলেন, আমাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সফল যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতা কর্তৃপক্ষ কটুক্তি করায় তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের বক্তব্য প্রত্যাহার ও জাতীয় নেতাদের কাছ থেকে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়। তিনি আরো বলেন, সেই নাছির উদ্দিন পাটোয়ারীকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট উদাত্ত আহবান জানান।
Leave a Reply