
এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া:
কক্সবাজারের পেকুয়ায় আলোচিত নোমান অপহরণ ও মুক্তিপন আদায় মামলার পলাতক আসামী সাখাওয়াতকে গ্রেফতার করেছে পেকুয়া থানা পুলিশ। জানাযায়, বারবাকিয়া ইউনিয়নের বোধামাঝির ঘোনা এলাকার মৃত আবু তাহেরের ছেলে নোমানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামী একই এলাকার মকসুদের ছেলে সাখাওয়াতকে ১৯জুলাই দিবাগত রাত ১২টার দিকে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে পেকুয়া থানা পুলিশ র্যব ৭ এর সহযোগিতায় আটক করেছে।
২০ জুলাই চকরিয়া জুড়িশিয়াল ম্যাজিট্রেট আদালতে সোপর্দ করা হলে পুলিশ আলোচিত অপহরণকারীকেত ৭দিনের রিমান্ড আবেদন করলে ২৩জুলাই রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য্য রেখে সাখাওয়াতকে জেলা হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য ২৩/০২/২৫ নোমানকে চট্টগ্রাম যাওয়ার পথে আঞ্চলিক মহাসড়কের বারাইয়াকাটা রাস্তার মাথা থেকে সংঘবদ্ধ অপহরণকারী চক্র একটি মাইক্রোবাসে করে নিয়ে গিয়ে অজ্ঞাত স্থান থেকে মুক্তিপন দাবী করে। কয়েক দফা মুক্তিপন আদায় করলেও কাংখিত মুক্তিপন না পেয়ে আটকে রেখে মুক্তিপন দাবী করছিল।
২৫/০২/২৫ পটিয়া উপজেলার খাসিয়া ইউনিয়ন থেকে ৩জন অপহরণকারী সহ নোমানকে উদ্ধার করতে পেকুয়া থানা পুলিশ সক্ষম হলেও অপহরনের মূল হোতা ও এজাহারের প্রধান আসামী নোমানের প্রতিবেশী সাখাওয়াত ছিলো অধরা। অপহৃত নোমানের ভাই রফিছ উদ্দিন বাদী হয়ে ৮জনকে আসামী করে পেকুযা থানায় মামলা দায়ের করেন। অবশেষে সাখাওয়াতকে আটক করতে সক্ষম হলে ৮জন আসামীর মধ্যে ৪জনকে আটক করতে পেরেছে পুলিশ।
পেকুয়া থানার উপ পুলিশ পরিদর্শক রুহুল আমিন বলেন, চট্টগ্রাম মহানগরের বাকলিয়া থানায় দায়ের করা ডাকাতি জিআর মামলা নং২২৬/২৩ রয়েছে। নোমানকে উদ্ধারের সময় আটক অপহরণকারীরা জানিয়েছে সাখাওয়াতের পরামর্শেই প্রত্যক্ষ সহযোগিতায় নোমানকে অপহরণ করে মুক্তিপন আদায় করেছিল। প্রাথমিক স্বীকারোক্তি দিলেও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
Leave a Reply