নেতার মুখে মধু
মাহমুদুর রহমান (শান্ত)
রাজনীতিতে নাইরে নীতি,
নষ্ট আজ পরিবেশ,
কালের চক্রে নেতা সবে
দেশটা করলো শেষ।
ভোটের আগে মুখে বুলি,
“জনগণের হবে জয়!”
ভোট পেলে সেই মুখ থেকে
হয়ে যায় সব কথার ক্ষয়।
পেট ভরে না খেঁজুরে ভাই,
চায় না মানুষ কথা,
চায় সে কাজ, চায় সে অধিকার,
চায় না আর প্রতিশ্রুতি-গাথা।
নেতা এখন সেলফি ব্যস্ত,
ফেসবুকে হাসি ফোটে,
গ্রামে কিন্তু রোদে পুড়ে
শিশু কাঁদে ক্ষুধার চোটে।
জনগণের দুঃখে তার
নড়ে না আজ মনখানি,
অন্তরে নেই মানবতার
শুধুই স্বার্থ, গর্জন, আনি।
Leave a Reply