এস.এম দুর্জয়, গাজীপুর :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্ডেন অন্তর্ভুক্ত করার দাবিতে শ্রেণিকক্ষ ছেড়ে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা চত্বরে উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের আয়োজনে মানববন্ধনের আয়োজন করা হয়।শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার অন্তত ২৫০টি স্কুলের প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষক এবং অভিভাবকেরা অংশগ্রহণ করেন।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মো:আবুল হেসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা.এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
শ্রীপুর উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস এম ফরহাদ মিয়ার সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন,পৌর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদসহ শ্রীপুর উপজেলা ও পৌর কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে রাস্তায় জড়ো হন উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেনের শিক্ষক-শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের মুখেও ছিল ক্ষোভের সুর।
মানববন্ধনে নেতৃবৃন্দরা বক্তব্যে তাদের দাবি তুলে ধরেন,কিন্ডারগার্টেনের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।সরকারি-বেসরকারি ভেদাভেদ না করে সবাইকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে।তাঁরা বক্তব্যে আরো বলেন জুলাই বিপ্লবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এ সময় তারা প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য কেন শিক্ষা উপদেষ্টার কাছে জানতে চেয়ে বলেন,সরকার যখন সবার জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছে, তখন কেন কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার বাইরে থাকবে।এই বৈষম্যমূলক সিদ্ধান্তের দ্রুত পরিবর্তন চাই।
দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।মানববন্ধন শেষে শ্রীপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতিসহ সকল সদস্যবৃন্দ।
Leave a Reply