সাহিত্য পাতার জন্য
নিবিড় ক্ষণের
— শামছুল হক শামীম
কোন ঝড়ই বিচ্ছিন্ন করতে পারবে না
অন্তরঙ্গ নিবিড় ক্ষণের স্মৃতিকে,
আবেগ আর আমি যুদ্ধ করি-
আপোষহীন যুদ্ধে ফিরি ক্লান্ত দেহে।
এ বুকে তোমার হৃদপিণ্ডের আওয়াজ শুনি
নোনতা জিভের কামুক ধ্বনি,
নিঃস্ব হবার আবেগের
চরম তৃপ্তির,সোহাগের
ঘন শ্বাসপ্রশ্বাসের ক্ষরণের।
Leave a Reply