রূপান্তর সংবাদ ডেস্ক:
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল। শুক্রবার (২৫ জুলাই) বিকাল ৪টায় ঢাকা সেনানিবাসে শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের বাসভবনে যান মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন শহীদ তৌকিরের পিতা মোহাম্মদ তহুরুল ইসলাম, মা মোছাম্মত সালেহা খাতুন ও স্ত্রী আকশা আহম্মেদ নিঝুমসহ পরিবারের সদস্যগণ। বিএনপি মহাসচিবের সাথে ছিলেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।
শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply