প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৫, ১০:২৫ পি.এম
থানায় ঢুকে এএসআইকে ছুরিকাঘাত, পরদিন পুকুর থেকে হামলাকারীর মরদেহ উদ্ধার

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা :
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে এক অজ্ঞাত যুবক সহকারী উপপরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর ছুরিকাঘাত করেন। ঘটনার পর পালিয়ে যাওয়া ওই যুবকের মরদেহ পরদিন সকালে থানার পেছনের একটি পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে। পুলিশ জানায়, এক অজ্ঞাত যুবক সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে এএসআই মহসিন আলীর মাথা ও হাতে ছুরিকাঘাত করে এবং রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার পরপরই সে থানার পেছনের পুকুরে ঝাঁপ দিয়ে লুকিয়ে পড়ে। এরপর পুলিশ ও স্থানীয়রা রাতভর পুকুরে তল্লাশি চালায়, তবে তাকে সেদিন খুঁজে পাওয়া যায়নি।
পরদিন শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে সাঘাটা হাই স্কুলসংলগ্ন ওই পুকুর থেকে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে। মরদেহটি দীর্ঘক্ষণ পানিতে থাকায় চেহারা বিকৃত হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, “হামলাকারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় শনাক্তে কাজ চলছে। আহত এএসআই মহসিন আলী বর্তমানে সুস্থ আছেন।” এ ঘটনায় থানায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বলছে, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com
Copyright © 2025 Rupantor Sangbad | রূপান্তর সংবাদ. All rights reserved.