শফিকুল আলম ইমন, রাজশাহী:
রাজশাহীতে ১ হাজার ৬ লিটার চোলাইমদ সহ এক পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৫। বুধবার (৩০ জুলাই) র্যাব-৫ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল বুধবার (৩০ জুলাই) ভোর সাড়ে ৫ টায় জেলার তানোর থানার কিসমত বিল্লী গ্রামে বাড়ির উঠানে থেকে ১ হাজার ৬ লিটার চোলাইমদ (মাদক) সহ মংলা মুরমু’র ছেলে রজন মুরমু (৬০)’কে গ্রেফতার করা হয়। রজন মুরমু অবৈধ মাদকদ্রব্য চোলাইমদ উৎপাদন ও বিক্রির উদ্দেশ্যে করেছে বলে স্বীকার করে।
স্থানীয়রা জানান, সে দীর্ঘদিন যাবৎ লোক মাদকদ্রব্য চোলাইমদ অবৈধভাবে উৎপাদন করে তানোর থানা এলাকার বিভিন্ন মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল। আটক রজন মুরমু’র বিরুদ্ধে জেলার তানোর থানায় নিয়মিত মাদক মামলা করা হয়েছে।
Leave a Reply