বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

মনজুর কাদের’কে বিদায় জানাতে নিক্বণের আয়োজন “যখন পড়বে না মোর… বাটে”

শফিকুল আলম ইমন, রাজশাহী
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১১৯ Time View

শফিকুল আলম ইমন, রাজশাহী :

বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের’র চাকুরী থেকে অবসর জনিত বিদায় উপলক্ষে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠী আয়োজন করেছিল ” যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে ” শিরোনামে সাংস্কৃতিক পরিবেশনা।

মঙ্গলবার ( ২৯ জুলাই ) সন্ধা সাড়ে ৭ টায় নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি নৃত্যগুরু হাসিব পান্না’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গাজীউর রহমান, পিপিএম ( আরএমপি’র এডিসি সদর হিসেবে কর্মরত )। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনালী সংবাদ’র সম্পদাক লিয়াকত আলী, রাজশাহী কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর ড. শিখা সরকার, যমুনা টেলিভিশনের রাজশাহী ব্যুরো প্রধান শিবলী নোমান ও রাজশাহী শিক্ষা বোর্ডের জনসংযোগ কর্মকর্তা কবি শামীমা নাইস।

অনুষ্ঠানের একটি বিষয় সকল দর্শক শ্রোতাদের কাছে অনন্যতার স্বীকৃতি পায়। সবায় বিষয়টিকে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম মঞ্চস্থ হ’লো বলে উল্লেখ করেন। হাসিব পান্না’র রচনা, পরিকল্পনা ও নির্দেশনায় নাটক- যেতে নাহি দিবো হায়।

প্রধান অতিথি’র বক্তব্যে পুলিশ সুপার গাজীউর রহমান বলেন, সরকারি চাকরির নিয়মে বদলি থাকবেই, অবসর থাকবে এটা স্বাভাবিক। সব বিদায়-ই কষ্টের। তবে যদি সে বিদায় একজন কাজ করে যাওয়া মানুষের হয়, শিশুদের জন্য কাজ করা মানুষের হয়, তাঁর বিদায় আক্ষরিক। তিনি রয়ে যাবেন তাঁর রেখে যাওয়া কাজের মাঝে আর শিশুদের অন্তরে।

বিদায় সংবর্ধনায় মনজুর কাদের আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বিদায়কালে নিক্বণের এ আয়োজন আমার জীবনে স্মৃতিময় একটি দিন হয়ে রইলো। আপনাদের কথা, ওস্তাদ হাসিব পান্না ভাই আর বিশেষ করে এই শিশুদের কথা মনে থাকবে সারাজীবন।

নৃত্যগুরু হাসিব পান্না তাঁর স্বাগত বক্তব্যে বলেন, শিশুদের নিয়ে কাজ করা মনজুর কাদের রয়ে যাবেন আমাদের অন্তরে সারাজীবন। তাঁর শিশু ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাজশাহীর মানুষ মনে রাখবে৷

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নিক্বণের নৃত্য প্রশিক্ষক আয়েশা আক্তার ডালিয়া। অনুষ্ঠান সহযোগিতায় ছিলেন নৃত্য শিল্পী সাদিকা সারোয়ার উপমা ও নুর হোসেন মিন্টু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category