
মো: সামছুল ইসলাম, জুড়ী (মৌলভীবাজার):
মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিবের পক্ষ থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) ইসলামী ছাত্রশিবির জুড়ী উপজেলা শাখার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবিরের জুড়ী উপজেলা শাখার সভাপতি এমরান হোসাইন মনিয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা ) আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, ছাত্রশিবিরের সাবেক সিলেট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মো: রেজাউল করিম রেজা, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক আরিফুল ইসলাম, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. ফরিদ উদ্দিন, সাবেক জেলা সভাপতি আজিম উদ্দিন, সাবেক জেলা শহর সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাবেক জেলা সেক্রেটারি মো: জসিম উদ্দিন, জেলা কলেজ সম্পাদক তারেক মিয়া, জেলা প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ, ছাত্রশিবির জুড়ী পূর্ব সভাপতি রুমেল আহমদ, জুড়ী দক্ষিণ সভাপতি নাজমুল ইসলাম, জুড়ী পূর্ব সেক্রেটারি জাবির হোসেন, প্রচার সম্পাদক খালেদ মাসুদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাহফুজ আহমদ এবং ইসলামী সংগীত পরিবেশন করেন জলপ্রপাত শিল্পীগোষ্ঠী, মৌলভীবাজার। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৃতি শিক্ষার্থী আমিনা জান্নাত ছুনিয়া, তাসনুবা জান্নাত সাদিয়া ও আশফাক হোসাইন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
Leave a Reply