রাসেল, বেনাপোল :
যশোরের বেনাপোলে খাটের নিচ থেকে ১কেজি গাঁজা সহ মো. জাহাঙ্গীর হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক মো. জাহাঙ্গীর হোসেন বেনাপোল দক্ষিন নারায়নপুর গ্রামের মো. রমজান আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টার সময় আটক আসামী জাহাঙ্গীরের বসতবাড়ির শয়নকক্ষের চৌকির নিচ থেকে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানাধীন এলাকার নারায়নপুর দক্ষিনপাড়াস্থ ধৃত আসামী মোঃ জাহাঙ্গীর হোসেন এর বসত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার শয়নক্ষের চৌকির নিচ হতে ১কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক সহ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply