সোহেল রানা বাবু, বাগেরহাট
বাগেরহাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। সোমবার (৪ ডিসেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এর আগে গত ২ ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়।
এবছর যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন, সভাপতি পদে আলহাজ্ব তালুকদার আব্দুল বাকী (ভোরের কাগজ)
সহ সভাপতি পদে বিষ্ণু প্রসাদ চক্রবর্তী (একাত্তর টেলিভিশন), সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস ( দৈনিক কল্যান), সহ-সাধারন সম্পাদক পদে শেখ আজমল হোসেন (রাজপথের দাবী), অর্থ সম্পাদক মোল্লা মাসুদুল হক (বাংলাভিশন), দপ্তর ও গ্রন্থাগার সম্পাদক পদে এস এম সামছুর রহমান (আরটিভি), তথ্য প্রযুক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক ( দৈনিক স্পন্দন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে লিটন সরকার (দৈনিক দেশের কন্ঠ), নির্বাহী সদস্যের ৬টি পদে নীহার রঞ্জন সাহা (বিটিভি), বাবুল সরদার ( জনকন্ঠ) মো. দেলোয়ার হোসেন (পূর্বাঞ্চল), আহাদ হায়দার ( দৈনিক স্বদেশ প্রতিদিন), আলী আকবর টুটুল ( সময় টিভি) ও ইসরাত জাহান ( ডিবিসি নিউজ)।
বাগেরহাট প্রেসক্লাবের নির্বাচন কমিশনার ইয়ামিন আলী এ তথ্য জানান। তিনি বলেন, বিভিন্ন পদে ১৪ টি মনোনয়নপত্র জমা হয়েছে । মঙ্গলবার ( ৫ ডিসেম্বর) মনোনয়নপত্র বাছাইয়ের পর বুধবার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ১৩ ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় । এবছর প্রতিটি পদের বিপরিতে একটি করে মনোনয়নপত্র জমা পড়েছে বলে তিনি জানান।
Leave a Reply