এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ব বিদ্যালয়ে নির্মাণাধীন ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছে।
জানাযায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিদ্রোহী হলের পাশে নির্মাণাধীন ছাদ ধসে ১০ শ্রমিক আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনকে প্রাথমিক চিকিৎসা ও ৬ জনকে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাৎক্ষনিক ভাবে শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
বিশ্ব বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মিজানুর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় বিশ্ব বিদ্যালয়ের প্রক্টরকে আহবায়ক করে ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
Leave a Reply