মিছে মায়া
নাছরিন জাহান শিপা
মনের ঘরে সুখ পাখিটা
যতন করে রাখি,
কোন সে অভিমানে
দিলো আমায় ফাঁকি।
সুখ পাখিটার বিহরে
হৃদয় আমার যাচ্ছে পুড়ে,
যন্ত্রণারা করছে ভর
বুকের জমিন জুড়ে।
ভেঙ্গে গেছে যত্নে গড়া
সুখের বসত ঘর,
ও পাখিরে সত্যি করলি
কি আমায় পর?
কেমন করে চলে গেলি
অজানা কোথাও উড়ে,
তোর মিছে মায়ায় দিবানিশি
অশ্রু যে আমার ঝরে।
Leave a Reply