রূপান্তর সংবাদ ডেস্ক:
ক্রিকেটকে বিদায় জানানোর পরই কোচিং পেশায় নাম লেখান মোহাম্মদ আশরাফুল। এরপর বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে কাজ করেন তিনি। এবার আসন্ন এনসিএলেও কোচ হিসেবে দেখা যাবে আশরাফুলকে। তিনি কাজ করবেন বরিশাল বিভাগের হয়ে। ২০১০ সালে প্রথমবার আয়োজিত হওয়ার পর প্রায় ১৪ বছর ধরে বন্ধ ছিল এনসিএল টি-টোয়েন্টি। লম্বা সময় পর গত বছর আবারও মাঠে গড়ায় ঘরোয়া টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট। তবে এর ধারাবাহিকতা বজায় রাখতে গত আসরের চেয়ে এবার আরও বেশি জাঁকজমকপূর্ণভাবে এনসিএল আয়োজন করতে চায় বিসিবি।
জানা গেছে, আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই মাঠে গড়াবে এবারের এনসিএল টি-টোয়েন্টি। গতবারের মতো এবারও টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ৮টি দল। এদিকে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেন, ‘বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি। আপনারা জেনে খুশি হবেন, আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল। ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি। সে নিজেও ওই আগ্রহ দেখিয়েছে। সে বলেছে কোচ হতে চায়। যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে, তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি।’
আকরাম আরও বলেন, ‘তার সাথে বাংলাদেশের হয়ে খেলেছে.... সেলিম আছে, রোকন আছে, আফতাব আছে ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করবো। ওরা যদি ফ্রি থাকে, আগ্রহী থাকে, ছোট ছোট যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, এখানে ইনভলব করবো। ওদের থেকে আমাদের ক্রিকেটাররা উপকৃত হবে।’ আকরাম খান বলেন, ‘এবার আমরা চট্টগ্রামে রিজিওনাল একটা টি-টোয়েন্টি করছি। যেটা আগস্টের ২৭ তারিখ শুরু হবে। আমার বিভাগে ১১টা জেলা আছে, ওরা খেলবে। দুই-তিনটা ভালো ক্রিকেটারও যদি পায় ওই টুর্নামেন্ট থেকে, ওরা কিন্তু জাতীয় পর্যায়ে চট্টগ্রামের হয়েও খেলতে পারবে। এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান এবং সেই হিসেবে আমরা প্রথম রিজিওনাল টি-টোয়েন্টি করছি।’
গুঞ্জন আছে, বরিশাল বিভাগে ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ ব্যাপারে আকরাম বলেন, ‘আমরা নিজেরাও এটা নিয়ে আলাপ-আলোচনা করেছি। কারণ অন্য কোনো ডিভিশনের দল নিয়ে এই রকম কথাবার্তা হয় না। এরা ম্যানেজার নিয়ে খুশি না, কোচ নিয়ে খুশি না, অধিনায়ক নিয়ে খুশি না। খেলোয়াড়দের নিজেদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, এটা হওয়া উচিত না।’ আকরাম খান আরও যোগ করেন, ‘তো সেটা নিয়ে আমরা লম্বা সময় আলাপ করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে, এটা খুব গুরুত্ব সহকারে মনিটর করবো। যদি দেখি যে খেলা নষ্ট হচ্ছে বা মানসম্মান খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব। আগামী চার-পাঁচ দিনের মধ্যে আমরা প্রতিটা ডিভিশনের ম্যানেজারদের ডেকে জানিয়ে দেব এটি। পাশাপাশি তাদের গাইডলাইন দেব যাতে সবকিছু ঠিক থাকে। তারপওর যদি তারা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়, তাহলে ভবিষ্যতে আর তাদের এ কাজ করতে দেব না আমরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com