বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে শহীদ ওসমান হাদীর স্মরণে শোক র‍্যালী নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে দায়িত্ব পালন করতে হবে: রংপুর জেলা প্রশাসক দৌলতপুর আদালতের নির্দেশ অমান্য করে চলাচলের রাস্তা বন্ধ করার  অভিযোগ রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন তৃতীয় লিঙ্গের রানী রাজশাহী কলেজ অ্যালামনাই এসোসিয়েশন নির্বাচনে আলোচনায় ওয়ালিদ লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা বিজয় দিবসের প্রথম প্রহরে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন ৭১ নিয়ে যারা বাজে মন্তব্য করছে তাদের জনগন সঠিক জবাব দিবেন: জুয়েল কুষ্টিয়া দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের সৌজন্যে মহান বিজয় দিবস পালিত যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত

সংবিধান সংস্কার ছাড়া ভূমিহীনরা নির্বাচন মানবে না’ নারায়নগঞ্জে রাষ্ট্র সংস্কারের দাবীতে সমাবেশ

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩০০ Time View

বিশেষ প্রতিনিধিঃ

ভূমিহীনদের ভূমির অধিকার নিশ্চিত করা, ভূমি ও কৃষি সংস্কার কমিশন গঠন, হাট-ঘাটের ইজারাদারী প্রথা বাতিল সহ গরীবের পক্ষের সংবিধানের দাবীতে নারায়নগঞ্জের প্রেসক্লাব এলাকায় এক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নারায়নগঞ্জ জেলা কমিটি যৌথভাবে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন ৭১ এর মতো, ৯০ এর মতো আবারো জনগণের রক্ত ঘামের উপর অর্জিত বিজয় এক দুইটি দল তাদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। আর আমাদের হাই প্রোফাইল আহাম্মক সরকার সেটা বসে বসে দেখছেন। কখনো কখনো তারাও এই দেশ ধ্বংসের যাত্রায় সকল প্রশ্রয়, আশ্রয়, রাষ্ট্রীয় পাইক – পেয়াদা – বরকন্দাজ সহ
সাপোর্ট দিচ্ছেন। ফলাফল হচ্ছে বিজয়টাই বেহাত হবার উপক্রম হচ্ছে।

আবারো দেশে ফ্যাসিবাদ জেঁকে বসার উপক্রম হয়েছে। যারা জনগণের সাথে আবারো প্রতারণার ফন্দি করছেন, তাদের উপর ইতিহাসের লানত পড়বে। হাসিনার মতো তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

তিনি সকল রাজনৈতিক দলকে বিচার, টেকসই সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দায়িত্বশীল রাজনীতি করার আহ্বান জানান। দেশের গরীবের পক্ষের এবং টেকসই উপায়ে সংবিধান সংস্কারের সিদ্ধান্ত না হলে রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে ঘোষণা দেন তিনি।

বিশেষ বক্তা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসিরউদ্দীন বলেন গরীবের ট্যক্সের টাকায় রাষ্ট্র – সরকার চলে আর গরীব থাকে বঞ্চিত। রাষ্ট্র পরিচালনায় গরীব ভূমিহীন, কৃষক, জেলে, সাঁওতাল, সাধু-সন্ন্যাসী, দলিত, পাহাড়ী সহ সকল প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঐক্য কমিশনে এ সংক্রান্ত প্রস্তাব আনার দাবী জানান তিনি। সেটা না হলে গরীব, চাষা ভূষা, মূর্খদের নিজেরা সংগঠিত হয়ে সংসদ দখল করে দাবীগুলো পূরণ করবে বলে ঘোষণা দেন তিনি।

বিশেষ অতিথি ছামিউল আলম রাসু বলেন, এদেশের সকল আন্দোলন সংগ্রামে জীবন দেয় আমাদের সন্তান ভাই বোনেরা আর সুবিধা নেয় রাজনৈতিক লুটেরা চিটার বাটপার। এ সরকার নিজেদের জন্য কাজ করছে, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য কিছু করছে না তার বড়ো প্রমাণ এখনো কৃষি ও ভূমি কমিশন বাস্তবায়ন না করা। উন্নয়নের নামে বেনামে বিভিন্ন ভাবে বিভিন্ন কৌশলে খাস জমি ভূমিহীন প্রান্তিক জনগোষ্ঠীকে না দিয়ে করপোরেট কোম্পানি ভূমি দস্যুদের দিয়ে থাকে, এভাবে আর চলতে দেওয়া হবে না। কৃষক আজ কর্পোরেট কোম্পানি সিন্ডিকেটের কাছে জিম্মি। এদেশে এবার কৃষক বিদ্রোহ হলে এবার আর সামাল দিতে পারবেন না।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি জিয়ারুল ইসলাম সুমন বলেন, বাংলাদেশের ৬৪ শতাংশ মানুষ ভূমিহীন। এখনো দেশের অন্তত ৭০ ভাগ মানুষ কৃষি ও কৃষি সংক্রান্ত পেশায় যুক্ত। গণঅভ্যুত্থানে দেশের প্রান্তিক মানুষের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশী। কিন্তু নতুন বাংলাদেশে প্রান্তিক মানুষরা তাদের প্রাপ্য হিস্যা পাচ্ছেন না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category