এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া ( কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মেহেরনামা নন্দীরপাড়া এলাকা থেকে অস্ত্রের সরঞ্জামাদি সহ এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মোহাম্মদ আজিজ উদ্দিন (৩৫)। তিনি সদর ইউনিয়নের পূর্ব বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসাইনের পুত্র।
পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) উইগ্যাজা মারমা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল নন্দীরপাড়া ব্রিজ স্টেশন সংলগ্ন বিলের পাশে অবৈধ অস্ত্র বেচাকেনার সময় অভিযান চালায়। এ সময় মোহাম্মদ আজিজ উদ্দিনকে দেশীয় তৈরি একটি এলজি বন্দুকের অংশ বিশেষসহ হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় আরও একজন পালিয়ে যায়।
এসআই উইগ্যাজা মারমা আরও জানান, যৌথবাহিনীর সদস্যরা ক্রেতা সেজে অস্ত্র কিনতে যান। অস্ত্র ব্যবসায়ীদের মধ্যে একজন আট*ক হয়েছেন, অন্যজন অস্ত্রের কিছু অংশ নিয়ে পালিয়ে গেছে। আটককৃত ব্যক্তিকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে দুইজনকে আ*সামি করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com