শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের শিক্ষাবিদ, গবেষক, সম্প্রসারণ কর্মী, উদ্যোক্তা এবং বেসরকারি খাতের অংশগ্রহণে "অ্যাকুয়াকালচার ফিউচার: অ্যাডভান্সিং সাসটেইনেবল এন্টারপ্রাইজেস ইন বাংলাদেশ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট ) বেলা ১২টা থেকে রাবি'র চতুর্থ বিজ্ঞান ভবনের ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির গ্যালারীতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বাংলাদেশ এবং রাজশাহী অঞ্চলে মাছ চাষের ইতিবাচক দিক গুলো আলোচনায় আসে। আলোচনায় আসে নানামুখী প্রতিবন্ধকতার কথা৷ প্রতিকারে কি কি করা প্রয়োজন সেসব নিয়েও আলোচনা করেন তারা।
প্রধান অতিথি ড.সালেহ হাসান নকীব এ অঞ্চলে একটি উন্নতমানের গবেষণাগার স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেন। যে গবেষণাগারে মৎস্যচাষীদের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজে বের করা হবে। মৎস্যচাষে নানামুখী পরীক্ষা নীরিক্ষা করে মৎস্যচাষীদের সরাসরি মাঠপর্যায়ে সহযোগিতা করা হবে।
মূল প্রবন্ধে প্রফেসর আখতার হোসেন বাংলাদেশে টেকসই মৎস্যচাষ উদ্যোগের অগ্রগতিতে উত্তম মৎস্যচাষ অনুশীলন, উন্নতমানের মৎস্য খাদ্য ও পোণা সরবরাহ, যান্ত্রিক সুবিধা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও রপ্তানী বৃদ্ধিতে স্বতন্ত্র মৎস্যচাষ নীতি প্রণয়নে গুরুত্ব আরোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল সকলকে ধন্যবাদ জানিয়ে রাজশাহী অঞ্চলের মৎস্যচাষীদের জন্য ভবিষ্যতে উদ্যোক্তা সামিটের ঘোষণা দেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মণ্ডল'র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রা:বি: উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড.মোহাম্মদ মাইন উদ্দিন, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড.মো. ফরিদ উদ্দিন খান এবং ঢাকা মৎস্য ভবনের উপ-পরিচালক (অ্যাকুয়াকালচার) ড. মো.আমিমুল এহসান। রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাবি ফিসারিজ বিভাগের প্রফেসর ড. মো: আখতার হোসেন। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন প্রফেসর ড. মো: ইয়ামিন হোসেন ও রাজশাহীর জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ফাউজিয়া আদিব ফ্লোরা।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com