এস এম মাসুদ রানা, ত্রিশাল (ময়মনসিংহ):
ময়মনসিংহের ত্রিশালে চক পাঁচপাড়া মাদ্রাসা ও কারিগরি কলেজ সংলগ্ন সরকারি অর্থায়নে নির্মাণাধীন মসজিদের বিরুদ্ধে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক তথ্যবিহীন বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সংশ্লিষ্ট মসজিদ, মাদরাসার কমিটির সদস্য ও এলাকাবাসী। শনিবার দুপুরে চক পাঁচপাড়া কারিগরি কলেজ গেইটের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।
এ সময় মানববন্ধনে মসজিদ কমিটি সদস্য রাশেদুজ্জামান বলেন, আমাদের এই মসজিদটির কাজ কিছুটা ধীর গতিতে হচ্ছে এটা সত্য। কারণ হচ্ছে ঠিকাদার নিয়মিত কাজ করছেন না। এখানে কোনো টাকা আত্মসাৎ হয়নি এবং এটি সরকারের অর্থায়নেই হচ্ছে।
মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, কিছু হলুদ গণমাধ্যম সঠিক তথ্য উপাত্ত না জেনে তাদের মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। আমি দীর্ঘদিন ধরে এ মসজিদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। এখানে কোন প্রকার অনিয়ম হয়নি। আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান
বলেন, যারা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ করেছেন সেই প্রকাশিত সংবাদের আমি নিন্দা জানাচ্ছি।
গত ৫ই আগস্টের পর হঠাৎ করে সরকার পরিবর্তনের ফলে মসজিদে কাজ কিছুটা ধীরগতিতে হচ্ছে। যেহেতু এখন কোন জনপ্রতিনিধি নেই। তাই আমরা সরকারের কাছে ও উপজেলা প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি দ্রুত যেন মসজিদে কাজটি সম্পূর্ণ হয়। এটি আমাদের কেন্দ্রীয় মসজিদ এখানে রড বালি নষ্ট হচ্ছে। মসজিদে আগত মুসুল্লিরা খুব কষ্ট করে নামায আদায় করছেন।
উল্লেখ্য; মানববন্ধনের শেষে আগত মুসল্লিরা মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে ভিক্ষুভ মিছিল করেন। মসজিদে আগত কয়েকশো মুসুল্লি ও গ্রামবাসী অংশ নেন।
Leave a Reply