শফিকুল আলম ইমন, রাজশাহী:
আগামী ১০ আগস্ট রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে এতে যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান।
সম্মেলনস্থল ও প্রস্তুতি পরিদর্শনে আজ ৪ আগস্ট ( সোমবার ) বিকেল ৬:৩০ মিনিটে ঢাকা থেকে রাজশাহীতে আসেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও রাজশাহী বিভাগের বিএনপির দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।
শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ইশা, সদস্য সচিব মোঃ মামুন-অর-রশিদ, মহানগর সদস্য মোঃ জসীম উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণের সভাপতি মোঃ আখতার হোসেন ও সদস্য সচিব মোঃ রজবসহ মোঃ মিলন, মোঃ রিপন, মোঃ বাবু, মোঃ রাজন, মোঃ হেলাল এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মী। পরে তাঁরা সবাই মিলে রাজশাহীর হোটেল রিভারভিউতে অবস্থান নেন এবং সেখান থেকে সম্মেলনস্থল পরিদর্শনে যান।
রাত ৮টায় বিএনপির রাজশাহী মহানগর কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মোঃ আব্দুস সালাম। সেখানে বক্তব্যে তিনি বলেন, “নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। সবাইকে মিলেমিশে দলীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে। জনগণের মাঝে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবি তুলে ধরাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, “নির্বাচনে জয় বা পরাজয়ের চেয়েও বড় হলো মানুষের কাছে আমাদের দাবিগুলো পৌঁছে দেওয়া। আমাদের লক্ষ্য একটি সুন্দর, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন। সেই লক্ষ্যে সবাইকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।” বিএনপির এই গুরুত্বপূর্ণ সম্মেলন ঘিরে ইতিমধ্যে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও প্রস্তুতির ব্যাপকতা দেখা যাচ্ছে।
প্রকাশক: মোঃ আবু নাইম, সম্পাদক: তরিকুল ইসলাম , ব্যবস্থাপনা সম্পাদক: নুরুজ্জামান দীপু, বার্তা সম্পাদক: ফারহান খান লাবিব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ইমেইল: rupantorsangbad@gmail.com