শফিকুল আলম ইমন, রাজশাহী:
” সবুজে সাজাই বাংলাদেশ৷ ” এই স্লোগানে প্রকৃত ও জীবন ক্লাবের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি চলছে। রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ আগস্ট পর্যন্ত এই বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।সোমবার ( ৪ আগস্ট ) বিকেলে মহানগরীর মতিহার থানাধীীন ডাসমারী উচ্চ বিদ্যালয় ও জাহাজ ঘাট এলাকার মাদ্রাস প্রাঙ্গনে সর্বমোট ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
ডাসমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকৃত ও জীবন ক্লাবের আহবায়ক আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সদস্য সচিব লেখক, গবেষক ও সাংবাদিক আবু সালে মোঃ ফাত্তাহ, যুগ্ম সম্পাদক চিকিৎসক ও গবেষক রওশন আলী খান, ক্লাবের উপদেষ্টা পরিবেশবিদ মোঃ মিজানুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মী জাফর ইকবাল ও মাদ্রাসার সুপার আলহাজ্ব মনসুর রহমান।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
Leave a Reply