এস এম দূর্জয়, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের সিংগারদিঘি এলাকায় সরকারি রাস্তার জমি জবরদখলের অভিযোগ উঠেছে স্থানীয় সোরহাব মোড়লের বিরুদ্ধে।এতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। অভিযোগ রয়েছে-রেকর্ডভুক্ত সরকারি পুকুরের জমির উপর দিয়ে কার্পেটিং রাস্তাটি নির্মাণ করার পর থেকেই রাস্তার পাড়ের জমি কেটে কেটে দখল করে নিচ্ছে সোরহাব মোড়ল।শুধু তাই নয়,রেকর্ডভুক্ত সরকারি পুকুরে জমি দখল করে নিচ্ছে সে।জানা যায়,সিংগারদিঘি উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং এলাকার চলাচলের অন্যতম রাস্তা এটি।এই রাস্তা কেটে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় আফতাব উদ্দিনসহ এলাকাবাসীরা জানান,রাস্তাটি নির্মাণের পরে রাস্তার পাশে অনেক জায়গা ছিল ইতিমধ্যে আনুমানিক ৩ শতাংশ খাস জমি কেটে জবরদখল করে নিয়েছে সোরহাব মোড়ল,সে সুযোগমতে গাছ পরিস্কারের কথা বলে রাস্তা কেটে জমি জবরদখল করে তাঁর জমির সাথে একত্রে করে ফেলেছে,বুঝার কোন উপায় নেই।তাঁরা আরো জানান,বারী বৃষ্টি হলে রাস্তাটি যেকোনো সময় ধসে পরে ভেঙে যেতে পারে,রাস্তা ভেঙে গেলে স্কুলের শিক্ষার্থীসহ জন সাধারণ চলাচলের খুবই অসুবিধা হবে।
স্থানীয় এলাকাবাসীদের দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের নিকট জোর দাবি জানান।এইসব বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ জানান,একটি লিখিত অভিযোগ পেয়েছি,এঘটনার বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply